চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে নিহত ৪ শিশুর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা করা হয়েছে। মঙ্গলবার (৫ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসনের ফেসবুক ওয়াল থেকে এ তথ্য জানা যায়।
ফেসবুক ওয়ালে প্রকাশিত সোনালী ব্যাংকের একটি চেক বইতে দেখা যায় প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেয়া হয়।
প্রসঙ্গত, হাজীগঞ্জে মঙ্গলবার (৫ জুন) সকালে পৌর ১১নং ওয়ার্ড শুকু কমিশনারের বাড়ীর পাশে বৈষ্ট্য বাড়ির পুকুরে চার কিশোরের লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোররা হলো মো. রাহুল (১১) শামীম (১০) পিতা ওয়াসিম, রায়হান (১২) পিতা আহসান এবং লিয়ন (১০) পিতা নজরুল ইসলাম।

আগের দিন সোমবার (৪ জুন) বেলা একটার দিকে এ চার কিশোর বাড়ীর পুকুরে গোসল করতে নামে। কিন্তু সন্ধ্যার কাছাকাছি সময়ে কিশোররা বাসায় না আসায় তাদের পরিবারের লোকজনের টনক নড়লে এদিক সেদিক খোজাখুজি করেও তাদের না পেয়ে পরে এলাকায় মাইকিং করা হয়।
রাতবর চরম দুশ্চিন্তার মধ্যে অতিবাহিত হওয়ার পর মঙ্গলবার সকাল ৬ টার দিকে নিখোজ এ ৪ কিশোরের লাশ বাড়ীর পুকুরে ভাসতে দেখা যায়। পরে একের পর এক পুকুরের মধ্যবর্তী স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বার্তা কক্ষ
এ সংক্রান্ত আগে প্রতিবেদন- হাজীগঞ্জে পুকুর থেকে ৪ কিশোরের লাশ উদ্ধার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur