চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দু শিশুর করুণ মৃত্যুর খবর পাওয়া যায়।
নিহত দুই শিশুর পরিচয়ে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের সরকার বাড়ীর রানা মিয়ার ছেলে সাইদুল হাসান (৬)।
মঙ্গলবার সকালে সে বাড়ীর শিশুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
এদিকে আরেক শিশু হচ্ছে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনী গ্রামের সর্দার বাড়ীর দিদার হোসেনের মেয়ে উম্মে হাবিবা (৩)। সেও সকাল বেলায় সবার অজান্তে বাড়ীর পুকুরে পড়ে ডুবে যায়। উভয়কে পানি থেকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
মৃত্যুর খবরে দুই শিশুর পরিবারের কান্নায় উপজেলা হাসপাতালে যেন এক আবেগগণ পরিবেশ সৃষ্টি হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর সৈয়দ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের মাঝে শিশুদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৯ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur