চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসন হোম কোয়ারেন্টাইন নির্দেশ না মানায় দুই প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ভ্রম্যমান আদালত পরিচালনা করেন।
প্রবাস ফেরত দুই ব্যক্তি হলেন, হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের মোঃ আবদুল আজিজ (৪৩)। তিনি ১৪ মার্চ ইতালী থেকে আসেন। অন্যজন হলেন ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল গ্রামের মোঃ দাউদ হোসেন (৩৩)। তিনি বুধবার ১৮ মার্চ যুক্তরাষ্ট্র থেকে আসেন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন,সরকার নির্দেশিত হোম কোয়ারেন্টাইন অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা অনুসারে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাদেরকে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু তারা নির্দেশ অমান্য করে মসজিদে ও দোকানপাটে চলাফেরা করা এলাকার মানুষের মাাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
স্পেশাল করেসপন্ডেট,১৯ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur