Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে রিক্সা ছিনতাই মামলায় দু’যুবকের কারাদণ্ড
Kara jail
প্রতীকি ছবি

হাজীগঞ্জে রিক্সা ছিনতাই মামলায় দু’যুবকের কারাদণ্ড

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখালস্থ ইউছুফ মাস্টারের বাড়ির সামনে ইঞ্জিন চালিত রিক্সা ছিনতাই মামলায় ২ যুবককে ২ বছর করে কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত ।

সোমবার (১৯ মার্চ) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউছুফ দ্রæত বিচার আইনের ২০০২ এর ৪ ধারায় এ মামলার রায় দেন ।

মামলায় দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দায়বাড়ির মৃত বিল্লাল হোসেনের ছেলে সোহাগ( ২২) ও মতলব উত্তর উপজেলার জামালপুর এলাকার দুলাল মিয়ার ছেলে মোঃ জহির (২০) ।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১৭ সালের ২৬ জানুয়ারি মামলার বাদী খাদিজার স্বামী আঃ হালিম রিক্সা নিয়ে বের হন । বলাখাল বাজার হতে আসামীরা রিক্সা ভাড়া করিয়া হালিমের রিক্্রা নিয়ে ইউছুফ মাস্টারের বাড়ির সামনে আসে।

এ সময় আসামীরা হালিমকে ভয়ভীতি প্রদর্শন পূর্বক মারধর করে ইঞ্জিন চালিত রিক্সা নিয়ে যায়।

এ ব্যাপারে খাদিজা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা করেন । ২০১৭ সালে ৪ ফেব্রুয়ারি হাজীগঞ্জ থানার এসআই বলাই মামলার চাজশীট দাখিল করেন ।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডঃ রেজা পাহলভী মজিদ শেলী ও আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডঃ সুমন দেবনাথ রাজু।

স্টাফ করেসপন্ডেন্ট