চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে সাড়ে তিন লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি হয়েছে। গরুগুলোর সন্ধানদাতার জন্য ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন খামারের মালিক তুহিন পাটোয়ারী।
বৃহস্পতিবার জগন্নাথপুর গ্রাম থেকে তুহিন পাটোয়ারীর খামার থেকে এ গরুগুলো চুরি হয়েছে। এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে।
স্থানীরা জানায়, হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের জগন্নাথপুর পাটোয়ারী বাড়ির তরুণ উদ্যোক্তা তুহিন পাটোয়ারীর গরুর খামার থেকে ৩টি শাই-ওয়াল গরু বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। গরু তিনটির আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা।
চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে গরুর মালিকের ভাই মহসিন পাটোয়ারী বলেন, আমার ভাই খামারের মালিক তুহিন পাটোয়ারী গরুগুলোর সন্ধানদাতার জন্য ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, চুরির ঘটনা শুনেছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
করেসপন্ডেট,১৯ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur