চাঁদপুরের হাজীগঞ্জে কাতার কানাডা টাওয়ারের অপ্পো মোবাইল সো-রুমে চুরির ঘটনায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে আরো এক সন্দেহভাজনকে আটক করা হয়।
আটকৃত যুবক কুমিল্লা জেলার মুরাদনগরের হাসানপুর গ্রামের নোয়াব আলীর ছেলে নাছির উদ্দিন (২৪)।
হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে উপজেলা তরুণলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক সোহাগ ও ছাত্রলীগ নেতা অরবিন আহম্মেদ সাগর, সাইফুল মজুমদার, ইকবাল,সজিব ও আদরসহ এরা ক’জন মিলে চুরির ঘটনায় সন্দেহভাজন হলে তাকে আটক করে থানায় খবর দেয়।
পরে থানার এ এস আই ফখরুল ইসলাম ও মাজেদসহ সঙ্গীয় পোর্স ঘটনাস্থল থেকে চুরির হওয়ার সময় ভিডিও ফুটেজের ছবি মিলে গেলে ওই যুবকে থানায় নিয়ে আসে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে আটকৃত যুবককে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় ইতোপূর্বে কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে।
রিমান্ডে নিয়ে বাকীদের তথ্য জানার চেষ্টা থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৫ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur