Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে গোপন ভোটের মধ্যে দিয়ে শেষ হলো আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
hajigonj-union

হাজীগঞ্জে গোপন ভোটের মধ্যে দিয়ে শেষ হলো আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার ইউনিয়ন ও এক পৌরসভার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। ৬ ডিসেম্বর শুক্রবার ১নং রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে শেষ হলো গোপন ভোটের মধ্যে দিয়ে ১০ ইউনিয়নের সম্মেলন।

উপজেলার অনুষ্ঠিত্ব ৯টি ইউনিয়নের নির্বাচন পক্রিয়ায় এক নিয়মে চলে আসলেও রাজারগাঁও ইউনিয়নে দেখা যায় ব্যতিক্রম নিয়ম। উক্ত ইউনিয়নের সকল প্রার্থীর ছবি ও নাম দিয়ে তৈরি ব্যালট পেপারে ভোটারগণ ভোট প্রয়োগ করায় কোন কারচুপির অভিযোগ উঠেনি। কিন্তু উপজেলার সম্পন্ন হওয়া প্রায় ৭ টি ইউনিয়নে পরাজিত প্রার্থীদের গোপন ভোট গ্রহন নিয়ে প্রশ্ন অভিযোগ উঠেছে।

এদিকে হাজীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ও ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা । আওয়ামী লীগের কাউন্সিলরদের ভোটার পক্রিয়ায় বিএনপি-জামায়াতের নাম, ওয়ার্ড পর্যায় সম্মেলনেও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির নিজস্ব প্রার্থীর পক্ষে হস্তক্ষেপ, যেসব ভোটার নাম লিখতে পারে না তাদের ভোট উপজেলা নীতি নির্ধারক প্রচন্দের প্রার্থীর পক্ষে আরিফের জায়গায় শরিফ লিখার অভিযোগ। যে কারনে প্রকৃত আওয়ামী লীগ নেতা নেতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে প্ররাজিত প্রার্থীদের অভিযোগ।

এরই মধ্যে পৌরসভা ও দুই ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাজ সম্পন্ন না করে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুকৌশলে তোরজোড় প্রস্তুতি চলছে বলে জানা যায়। উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড গুলোতে কারা হবেন কাউন্সিলার এ ধরনের কোন ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা না করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী ও সাধারন সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন নীলণকশার নির্বাচনী পক্রিয়ায় আগাচ্ছে বলে অভিযোগ উঠে।

অথচ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব ইউসুফ গাজী স্বাক্ষতির পত্রে নির্ধাতি ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে উপজেলা ও পৌরসভার কাউন্সিলগুলো সম্পন্ন করার নিদ্দেশনা ছিল। তা উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন নেতা নিজেদের পাল্লা ভারি করার লক্ষে কৌশলে জ্বালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্ব তাদের হাতে তুলে দেন। আর এতে করে আগামি দিনে আওয়ামী লীগের রাজনৈতি পিছিয়ে পড়বে বলে মনে করেন তৃনমূলের নেতাকর্মীরা।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব ইউসুফ গাজী বলেন, কিছু ইউনিয়নে জটিলতা সৃষ্টির কারনে নির্ধারিত সময়ে সম্মেলনের কার্যক্রম শেষ করতে পারেনি, সকল অভিযোগ, অনুযোগ পর্যালোচনা করে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলতি মাসের মধ্যেই সম্পন্ন করা হবে।

স্টাফ করেসপন্ডেট