১৬ আগস্ট ২০১৫, রবিবার, রাত ০৯ : ০৫ মিনিট
চাঁদপুর টাইমস, হাজীগঞ্জ :
চাঁদপুর জেলার হাজীগঞ্জে হরিজন সম্প্রদায়ের একজকে হত্যার দায়ে রাধেশ সেন হরিজন (৫৫) নামে অপর একজনের ফাঁসির আদেশ দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যাল। একই ঘটনায় নন্দলাল হরিজন নামে অপরজনকে ছুরিকাঘাত করে জখম করায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও দেওয়া হয়।
রোববার দুপুরে আদালতের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন। ট্রাইবুন্যালের বিশেষ পিপি অ্যাডভোকেট আইয়ূব খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৩ সালের ২৭ জুলাই বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জে হরিজন পল্লীতে বেতনের টাকা নিয়ে বিরোধের জের ধরে একই সম্প্রদায়ের জীবন হরিজনকে ছুরিকাঘাত করে দণ্ডিত রাধেশ হরিজন। একই ঘটনায় নন্দলাল হরিজন নামে আরেকজনকে ছুরিকাঘাত করেন রাধেশ। এঘটনার পর দিন নিহতের ভাই বিজয় হরিজন বাদী হয়ে রাধেশকেই একমাত্র আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি চাঁদপুর আদালত থেকে ২০১৪ সালের ১৮ নভেম্বর বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। এরপর মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার দুপুরে বিচারক এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আদালতে উপস্থিত আসামি রাধেশ সেনকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।