Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে বিষপানে ২য় স্ত্রীর ‘আত্মহত্যা’
Suicide
প্রতীকী

হাজীগঞ্জে বিষপানে ২য় স্ত্রীর ‘আত্মহত্যা’

চাঁদপুরে হাজীগঞ্জে বিষপানের গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বিষপানের দু’দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

নিহত গৃহবধু উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচৈ খাঁসের বাড়ীর জাফর মিয়ার দ্বিতীয় স্ত্রী ও রামগঞ্জ উপজেলার নাগমুদ গ্রামের বাদশা মিয়ার মেয়ে।

গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় বাসিন্ধরা জানান, গত ২৫ ডিসেম্বর রাতে খাবারের সময় মুরগীর গোস্ত ভাগাভাগি নিয়ে জাফর মিয়ার প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রী মধ্যে ঝগড়া হয়। রাতে জাফর মিয়া বাসায় এসে প্রথম স্ত্রী’র মুখের কথা শুনে দ্বিতীয় স্ত্রী রুবী বেগমকে বেদম প্রহার করে। এতে ক্ষিপ্ত হয়ে রাতের বেলায় রুবী বেগম বিষপান করলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, ‘রুবী বেগমের সাথে পরকীয়ার মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রথম স্ত্রী’র সাথে প্রায় ঝগড়া বিরোধ চলে আসছে। এ বিষয়ে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ