চাঁদপুর হাজীগঞ্জ পৌর শহরের তীরবর্তী ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের ৩ কিলো কাঁচা রাস্তায় হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে হয়ে উঠেছে। যেখানে উপজেলার শেষপ্রান্ত পর্যন্ত ২৫/৩০ কি. মি. রাস্তা পাকা সেখানে রায়চোঁ থেকে হাজীগঞ্জ বাজারের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।
জানা যায়, বড়কূল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ কালিরবাড়ী হইতে আকবর কমিশনারের বাড়ীর পাশে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক পর্যন্ত প্রায় আড়াই কিলো এবং কানাইয়া রাস্তার মাথা পর্যন্ত মাত্র আধাকিলো রাস্তা এখন পর্যন্ত কাঁচা মাটিতে একাকার হয়ে আছে।
আর এতে করে উত্তর বড়কূল, এন্নাতলী, উত্তর রায়চোঁ গ্রামের কয়েক হাজার মানুষ চলাচলে চরম দূর্ভোগ প্রহাতে হচ্ছে। বিশেষ করে এসব গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও চাকুরিজীবিরা সবচেয়ে বেশী কষ্টে প্রতিনিহিত কাদা-মাটিতে চলাচল করতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহের বৃষ্টিতে উত্তর রায়চোঁ থেকে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কে উঠতে সাধারন মানুষের চরম দূর্ভোগে আছে। মানুষের আসা যাওয়ার যানবাহনের কোন প্রকার মাধ্যম নেই। হাটতে গিয়েও পায়ের জুতা হাতে নেওয়া ছাড়া কোন উপায় নেই। এসব গ্রামের মানুষ হাজীগঞ্জের প্রধান সড়কের উপর দিয়ে চলাচলরত যানবাহনের হরনের শব্দ শুনতে পায়,কিন্তু নিজেরা চলাচল করতে হচ্ছে কাদা-মাটির উপর দিয়ে। শহরবর্তী মানুষ যেন বসবাস করছে অজপাড়া গ্রামে।
এ পথ দিয়ে হেটে যাচ্ছে উত্তর রায়চোঁ গ্রামের বাসিন্ধা আ. মমিন, ইয়াছিন, ইমাম হোসেন, কলেজ ছাত্র রাব্বি, মহন, দুলাল, গৃহীনি লায়লা বেগম। তাদের সাথে কথা বললে অনেকটা ক্ষোভের সাথে জানান, দেশে এতে উন্নয়নমূলক কাজ হয়, অথচ স্বাধীনতার এতো বছরেও আমাদের এ রাস্তায় একটি ইটও পড়েনি। আমরা প্রতিনিহিত চলাচল করতে গিয়ে চরম দূর্ভোগ প্রহাতে হয়। অচিরেই যেন কর্তৃপক্ষ কাঁচা রাস্তা পাকা করণের বিষয়ে নজর দেয়।
এ বিষয়ে বড়কূল পূর্ব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলী মুরাদ বলেন, ১নং ওয়ার্ড উত্তর রায়চোঁ থেকে কানাই বাড়ী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা-রাস্তা এখন পর্যন্ত উপজেলার পাকা রাস্তা করনের কোর্ড পড়েনি। আমরা ইতিপূর্বেও চেষ্টা করেছি এ রাস্তাটির মাপ নেওয়ার জন্য। এ বিষয়ে আমাদের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের বরাবর লিখিত ছিঠি আমাদের চেয়ারম্যানের মাধ্যমে পাঠানো হয়েছে বলে জানি।
উপজেলা পৌকশলী কর্মকর্তা মো.রাহাত আমিন পাটওয়ারী বলেন, এ রাস্তার একটি অংশ ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়াধীন, বাকি রাস্তা পাকা করনের বিষয়ে স্থানীয় চেয়ারম্যানের যোগাযোগ থাকলে বাস্তবায়ন হতে সহজ হবে।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়