Home / শীর্ষ সংবাদ / হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু
হাজীগঞ্জে করোনা উপসর্গ

হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে জ্বর, সর্দি,শ্বাসকষ্টে করোনার উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রোববার রাত থেকে ৮ জুন সোমবার সকাল পর্যন্ত এ তিনজনসহ মোট উপজেলায় প্রায় ২১ জন আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যান।

জানা গেছে, রবিবার রাতে উপজেলার ৪নং কালচোঁ দ.ইউনিয়নের ভাজনাখাল এলাকার কাজী শাহাজান (৬০) চাঁদপুর আইসোলিয়শনে থাকা অবস্থায় মারা যান।

উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী গ্রামে সোলায়মান পাটওয়ারী (৬৫) শ্বাসকষ্টে মারা যান।

এদিকে উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নের ডাটরা শিবপুর সর্দার বাড়ির মাওলানা এনায়েত উল্লাহ মাস্টার (৭২) সোমবার সকালে জ্বর সর্দি নিয়ে মারা যান।

দাফনকারী দলের সদস্য শরীফুল হাছান চাঁদপুর টাইমসকে বলেন, সোমবার সকালে কাঁঠালী গ্রামে আজ এক আল্লাহর বান্ধাকে শেষ বিদায় দিয়ে আসলাম। আমাদের আরো কয়েক ভাই রামপুরে বিদায় দিচ্ছেন আরেক আল্লাহর বান্দাকে। আজ সকাল পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। মৃতদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে দাফন কাজে অংশ নিতে জানান। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে, হেদায়াত দান করে হেফাজতে রাখুন। সবাই সতর্ক থাকুন, ঘরে থাকুন।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৮ জুন ২০২০