চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার করোনা উপসর্গে নিয়ে রয়েলি আক্তার (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা মারা গেছেন। ২২ জুলাই বুধবার চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
রয়েলি আক্তার হাজীগঞ্জ উপজেলার খাটরা রেফার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মৃত্যুকালে তিনি স্বামী মোঃ গিয়াস উদ্দিন, দুই ভাই আলআমিন লিটন ও সাংবাদিক হাবিবুর রহমান জীবনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বিষয়টি নিশ্চিত করে মরহুমার স্বামী মোঃ গিয়াস উদ্দিন জানান, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বর ও কাশির পাশাপাশি শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে আনা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৭ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur