Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে এক পীরের অনুসারী হিসেবে প্রায় ৪০ গ্রামে আগাম ঈদ
পীরের

হাজীগঞ্জে এক পীরের অনুসারী হিসেবে প্রায় ৪০ গ্রামে আগাম ঈদ

চাঁদপুরের হাজীগঞ্জে এক পীরের অনুসারী হিসেবে জেলার প্রায় ৪০ গ্রামের মানুষ প্রতিবছরের ন্যায়ে এবারও আগাম পবিত্র ঈদুল ফিতর পালন করবেন। এরা মূলত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্রের সঙ্গে মিল রেখে ১০ এপ্রিল বুধবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

জানাযায়, ১৯৩০ হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এই অঞ্চলে চন্দ্র মাসের হিসাবে রোজা, ঈদ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনের রীতি শুরু করেন। এরপর থেকে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের সাথে অনুসারী হিসেবে পাশ্ববর্তী ফরিদগঞ্জ, মতলব, কচুয়া, শাহরাস্তি উপজেলাসহ জেলার চল্লিশ গ্রামে আগাম ঈদ পালন করে আসছে।

হাজীগঞ্জ উপজেলার গ্রামগুলো হচ্ছে সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাকনী, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা।

ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালিথুবা, কাইতাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর।

মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামে আগাম রোজা ও ঈদ পালন করা হয়।

সাদ্রা দরবার শরীফের পীরে তরিকত হজরত মাওলানা আরিফউল্যাহ মিশকাত চৌধুরী বলেন, সৌদি, আফগানিস্তান, মিশরের সাথে আমাদের পূর্বের মরহুম পীরে কেবলা জানেরা আগাম ঈদ পালন করেছে। আমরা তার ধারাবাহিকতা হিসাবে বুধবার ঈদুল ফিতরের প্রস্তুতি নিয়েছি।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৯ এপ্রিল ২০২৪