হাজীগঞ্জে এক পরিবারকে গৃহবন্দি করতে গিয়ে পুরো বাড়ির চলাচলের পথে বেড়া দিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
ঘটনাটি ৩১ মার্চ বুধবার উপজেলার সদর ইউনিয়নের বাড্ডা পাটোওয়ারী বাড়ীতে ঘটেছে।
এক পর্যায়ে বাড়ির লোকজনের রসাতলে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বেড়া অপসারণ করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, বাড়ির মৃত আলী পাটোওয়ারী ছেলে ইসমাইল পাটোওয়ারী গংরা ২ শতাংশ পত্রিক জায়গা বিক্রি করেন একই বাড়ির সাহেব আলী পাটোওয়ারীর কাছে। উক্ত সসম্পত্তি কেন বিক্রি করলো
এ নিয়ে বাড়ির জহির গংরা ক্ষিপ্ত হয়ে উঠে। তারই প্রতিবাদে বুধবার সকালে জহির ও তার চাচাতো ভাই সোহাগ মিলে বাড়ীর মূল পথে বেড়া দেয়।
এ ঘটনায় পুরো বাড়ির মানুষ এক হয়ে এক পরিবারের জন্য পুরো বাড়িকে গৃহবন্দি করার প্রতিবাদে জহির গংদের জিজ্ঞাসাবাদ করলে তারা পরে বেড়া উঠিয়ে পেলে।
বাড়ীর আ. হাই, আলী আকবরের স্ত্রী মাকসুদা বেগম, আ. হালিম, মাচুমা বেগম বলেন, তারা দুই পরিবারের কারণে পুরো বাড়ির মূল চলাচলের পথে বেড়া দেওয়াটা ঠিক হয়নি। বিষয়টি বসে সমাধান করা যেত।
ইসমাইল পাটোওয়ারী বলেন, আমাদের সম্পদ আমরা পাশ্ববর্তী বাসিন্ধাদের কাছে বিক্রি করেছি। জহির গংরা এতে আপত্তি তুলে আমাদেরকে মারতে আসে। আমি গত ৩ দিন বাড়িতে ডুকতে পারছি না।
এ বিষয়ে অভিযুক্ত জহির পাটোওয়ারী এমন কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন।
হাজীগঞ্জ প্রতিনিধি,৩১ মার্চ ২০২১