Home / সারাদেশ / মুরাদনগরে মুক্তিযুদ্ধ কর্ণার ও নবনির্মিত বহুতল ভবন উদ্ধোধন
মুরাদনগরে

মুরাদনগরে মুক্তিযুদ্ধ কর্ণার ও নবনির্মিত বহুতল ভবন উদ্ধোধন

কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং নবনির্মিত বহুতল আধুনিক ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার পীর কাশিমপুর আর.এন. উচ্চবিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পীরজাদা জহুরুল আলম চিশতী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাউয়ুম খসরু, প্রবীন আওয়ামীলীগ নেতা এডভোকেট আবুল কালাম আযাদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম. সামসুজ্জামান। এসময় তারা বিভিন্ন দাবিদাওয়া উপস্থাপন করেন এবং স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।

ডা. সাহিদুল হোসাইন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুদ মিয়া পীর সাহেব, আকুবপুর ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন ভূইয়া, আওয়ামীলীগ নেতা হাফেজ আহমেদ, শিমুল বিল্লা শিমুল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য কালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন সংসদ সদস্য আলহাজ্জ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন।

এসময় এলাকার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠিত হয় অতিথিদের সম্মাননা প্রদান, শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিবেদকঃজাহাঙ্গীর আলম ইমরুর,৩১ মার্চ ২০২১