চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যুর দক্ষিণ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড উপ- নির্বাচন অবশেষে সম্পন্ন হয়েছে। এর আগে গত ৯ মার্চ অনুষ্ঠিতব্য ভোটগ্রহণের আগের দিন এক প্রার্থীর প্রতীকে জাতীয় মার্কা পড়ে যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। এর পর পূণরায় উপজেলা নির্বাচন কমিশন ২৮ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
২৮ এপ্রিল রোববার সকাল ৮ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত তীব্র দাবদাহের মাঝে ডাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটাররা উপস্থিত হোন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও একাধিক প্রার্থী থাকায় নির্বাচন ছিল উৎসবের আমেজ।
ভোট গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন উপজেলা শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী। এতে ৪২১ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. খোরশেদ আলম। তার নিকটতম প্রার্থীরা মীর হোসাইন ৪১৫ ভোট, মোহাম্মদ সফি উল্ল্যা ৩৯৮ ভোট, অহিদুল ইসলাম ৩৭৮ ভোট এবং কার্ত্তিক পেয়েছে ৩৮ ভোট।
এর আগে ভোটের পরিবেশ ঠিক রাখতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদের নেতৃত্বে একাধিক পুলিশের টিম ও আনসার বাহিনী নিয়োজিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৮ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur