হাজীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দি লাশ বুধবার (৯ মে) বিকেল সাড়ে ৫টায় উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ব্যক্তির বয়স ৪৫-৫০ হবে বলে ধারণা করছে পুলিশ। হাজীগঞ্জ বাকিলা ইউনিয়নের স্বর্ণা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশের ডোবা থেকে ওই লাশটি উদ্ধার করা হয় বলে হাজীগঞ্জ থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি মো. জাবেদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা । লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ৮:৪৫ পিএম, ৯ মে ২০১৮,বুধবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur