চাঁদপুর হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসার অধ্যক্ষ আবুল মাও.আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে।১ মার্চ রোববার ভোরে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি কচুয়ায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
আবুল কালাম আজাদ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পাঁচই কাজীবাড়ির বাসিন্দা। তিনি ওই গ্রামের আবুল বাসারের ছেলে। জীবদ্দশায় তিনি হাজীগঞ্জের বলাখাল নুরে মদিনা নেছারিয়া আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও কচুয়ার ফতেহপুর (ফাজিল) স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।
মৃত আবুল কালাম আজাদের ছোট ভাই আবদুল আউয়াল জানান, গত ২৮ ফেব্রুয়ারি তিনি মাদ্রাসায় যাওয়ার সময় কচুয়ায় সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি দেখে ঢাকায় স্থানাস্তর করেন চিকিৎসক। সেখানে নেয়ার পথেই অধ্যক্ষ আবুল কালাম আজাদের মৃত্যু হয়। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।
স্টাফ করেসপন্ডেট,১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur