মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় হাজীগঞ্জের দু’টি ইউনিয়নে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম এমপির ব্যক্তিগত উদ্যোগে উপার্জনহীন ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্যদ্রব্য সহায়তা প্রদান করা হয়েছে।
২৫ এপ্রিল শনিবার উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও ২নং বাকিলা ইউনিয়নে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মেজর অব. রফিকুল ইসলাম এমপি। করোনা ভাইরাসে লকডাউন থাকায় ঢাকা থেকে আসতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেন।
মেজর অব. রফিকুল ইসলাম এমপির পক্ষে খাদ্য সহায়তা প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা উন্নয়ন কমিটির সমন্বয়ক আলহাজ¦ অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির যুগ্ম প্রধান সমন্বয়ক হাজী জসিম উদ্দিন, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, সদর ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম মীর, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী, শহর ছাত্রলীগের সহসভাপতি সোহেল আলম বেপারী
এদিন সকাল ১১টায় ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের ৩শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
করেসপন্ডেন্ট, ২৫ এপ্রিল ২০২০