চাঁদপুর হাজীগঞ্জে এক বৃদ্ধা সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া যায়।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দেশগাঁও গ্রামের আকরাম উদ্দিন মিজি বাড়ীর মৃত আবু তাহেরের ছেলে আবুল কালাম আজাদ সোমবার মাগরিবের নামাজের সময় সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
নিহতের ভগ্নিপতি ডা.নিজাম উদ্দিন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, সোমবার মাগরিবের নামাজ পড়ে সিরাজগঞ্জের আঞ্চলিক মহাসড়কের সিলেট গামী একটি বাসের চাক্কায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
নিহত বৃদ্ধা সিরাজগঞ্জে একটি কনসেন্ট্রেশন কোম্পানীতে কর্মরত সাইড দেখাশোনার দায়িত্বে ছিলেন। তিন মেয়ে দুই ছেলেসহ পরিবার পরিজন রেখে না পেরার দেশে পাড়ি জমান নিহত আবুল কালাম আজাদ।
সিরাজগঞ্জ থেকে লাশবাহী গাড়ী আজ সকালে নিহতের নিজ গ্রামের পৌচার কথা রয়েছে বলে জানা যায়। বর্তমানে নিহতের বাড়ীতে শোকের মাতম দেখা যায়।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur