Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জর দুজনসহ ৩ চোরাকারবারি গ্রেফতার
চোরাকারবারি

হাজীগঞ্জর দুজনসহ ৩ চোরাকারবারি গ্রেফতার

কুমিল্লা লাকসামে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় আতশবাজীসহ ৩ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ১০ এপ্রিল সোমবার দুপুরে কুমিল্লার লাকসাম থানাধীন নগরীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ১,১২,১৫০ পিস (এক লক্ষ বার হাজার একশত পঞ্চাশ) পিস ভারতীয় আতশবাজীসহ ৩ জন চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত চোরাকারবারিরা হলোঃ ১। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার টোরাগড় গ্রামের মৃত আব্দুল মিয়া এর ছেলে মোঃ মনির হোসেন (৪৫); ২। একই গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে মোঃ হুমায়ুন কবির (৪৯); এবং ৩। কুমিল্লা জেলার বরুড়া থানার খাজুরগাও গ্রামের মোঃ মফিজুর রহমান এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩২)। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত চোরাকারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেট, ১১ এপ্রিল ২০২৩