Home / উপজেলা সংবাদ / হাইমচর বাজাপ্তি রমণীমোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
হাইমচর বাজাপ্তি রমণীমোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

হাইমচর বাজাপ্তি রমণীমোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

বি এম ইসমাইল || আপডেট: ০৫:০৬ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০১৫,  মঙ্গলবার

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বাজাপ্তি রমণীমোহন উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, “জাতিগঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার চর্চা অপরিহার্য। বর্হিবিশ্বে খেলাধূলায় বাংলাদেশের নাম সুপরিচিত করেছে। দেশ ও জাতির জন্যে কিছু করতে হলে ভালো শিক্ষার অর্জনে বিকল্প নেই। লেখাপাড়ার মান উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।”

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় বাজাপ্তি রমণীমোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ আলী গাজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সৈয়দ পাটওয়ারীর পরিচলনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজির আহম্মদ বেপারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী প্রমুখ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫