ইভিএমে প্রথমবারের মতো চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। আগারম ১৩ জানুয়ারি ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হাইমচর উপজেলার ৩১টি ভোট কেন্দ্রের প্রত্যেকটিতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ভোটার সংখ্যা ৮২ হাজার ১শ ১০ জন।
এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
হাইমচর উপজেলা নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রিপন হোসেন বলেন,‘৫ ডিসেম্বর হাইমচর উপজেলা পরিষদের সাধারন নির্বাচনে সকল ভোটকেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।’
নির্বাচনি তফসীলনুযায়ী দেখা গেছে, ‘ মনোনয়ন দাখিলের শেষ সময় আগামি ১২ ডিসেম্বর। যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর ও প্রত্যাহারের তারিখ ২২ ডিসেম্বর।’
বিএম ইসমাইল , ৮ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur