হাইমচর প্রতিনিধি :
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের পূর্বচর গ্রামের আখন বাড়ির পরিত্যক্ত বাগান থেকে মো. হোসেন আখনের ছেলে মিস্টার (৩৫)-এর গলিত মৃত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে প্রেরণ হাইমচর থানা পুলিশ।
হাইমচরে সর্বস্তরের মানুষজন এ দিনের অপেক্ষায়মান ছিলো। তারই অপেক্ষায় শেষে রোববার হাইমচর থানায় মিস্টারের মৃত্যুর রিপোর্ট আসলে আসল অপরাধীদের চোখের ঘুম হারাম হয়ে যায়।
ময়নাতদন্তের রিপোর্টে মিস্টারকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
গত ১৫ এপ্রিল আখন বাড়ির দু’শিশু খেলাচ্ছলে বাগানের দিকে গেলে বাগানে একটি লাশ দেখতে পেয়ে তারা চিৎকার দিলে এলাকার আশেপাশের লোকজন এসে মিস্টার আখনের লাশ দেখতে পেয়ে হাইমচর থানা পুলিশকে জানানো হলে হাইমচর থানার এসআই মো. আবুল কাশেম ঘটনাস্থলে গিয়ে লাশটিকে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে মৃত মিস্টারের মা জানান, ‘আমার ছেলের মাথায় সমস্যা ছিলো। সে নেশা করতো।’
সত্যিকারভাবে কি মিস্টার নেশা করে নিজে আত্মহত্যা করেছিলো, না কি কেউ মেরে আত্মহত্যার সাজানো নাটক তেরি চেষ্টা করেছে তার অপেক্ষার পরিসমাপ্তি ঘটেছে অবশেষে মিস্টার-এর লাশের ময়নাতদন্তের রির্পোটে।
মিস্টারের পারিবারিক সূত্রে জানা যায়, তাদের পৈতৃক সম্পত্তির জের ধরে কিছুদিন ধরে মিস্টারের ভাইদের মধ্যে বনিবনা হচ্ছিল না। গত ১১ এপ্রিল শনিবার রাতে মিস্টার বাড়ি থেকে বের হয়ে গেলে সে আর বাড়িতে আসেনি।
নিহত মিস্টারের ভাই শওকত জানান, ‘মিস্টার আমার বেকারিতে কাজ করতো। ওইদিন আমার কাছে ৫শ’ টাকা চাইলে আমি তাকে টাকা দিলে সে হায়দরগঞ্জ যাবে বলে জানায়। তারপর থেকে তার আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। সে নেশাগ্রস্ত ছিল, মাথায়ও সমস্যা ছিল।’
বাড়ির লোকজন মৃত মিস্টারকে নেশাগ্রস্ত’ ও পাগল বললেও তার স্ত্রী বলেন, ‘আমার স্বামী কোনোপ্রকার নেশা করতেন না, তার মাথায়ও কোনো সমস্যা ছিলো না। কারণ তার সাতমাসের সন্তান আমার গর্ভে।’
তিনি আরো বলেন, ‘আমি আমার বাপের বাড়িতে ছিলাম। আজ (রোববার) সকালে শুনতে পাই আমার স্বামী মারা গেছে। আমার স্বামীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু না, তাকে যে কোনো কেউ মেরে ফেলেছে বলেই আমার ধারণা।’
এলাকার লোকজন জানান, এ মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এই মৃত্যুর পিছনে বড় ধরনের কোনো রহস্য আছে। তাদের বাড়ির পাশের বাগানেই তার লাশ পড়ে ছিলো। লাশটি দেখে যা বুঝা যায়, একে শ্বাসরোধ করে মুখে বিষাক্ত কিছু দিয়ে তার মুখ জ্বলসে দিয়েছে, যাতে করে তাকে চিনতে না পারে।
এ ব্যাপারে এসআই আবুল কাশেম বলেন, মিস্টারের মৃত লাশ দেখে আগে অনুমান করতে না পারলেও আজ (রোববার) পোর্স্টমর্টেম রিপোর্টে জানা গেছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।’
মিস্টারের বাবা এ ব্যাপারে হাইমচর থানায় অজ্ঞাত ব্যক্তির নামের হত্যা মামলা করেন।
আপডেট: বাংলাদেশ সময় ১০:৫৪ অপরাহ্ন, ২১ জুন ২০১৫, রোববার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।