Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা
Suicide
প্রতীকী

হাইমচরে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা

চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর ইউনিয়নের ছোটলক্ষীপুর গ্রামের শ্বশুর বাড়িতে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী মোক্তার গাজী বিষপান করে আত্মহত্যা করার করার সংবাদ পাওয়া গেছে।

তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এ মৃত্যু কি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়।

এ ব্যাপারে হাইমচর থানা একটি অপমৃত্যুর মামালা করা হয়। যার মামলা নং ০১/০১, তারিখ ০৯/০২/১৬ইং

হাইমচর উপজেলার ছোট লক্ষীপুর গ্রামের আহসান বকন্দস বাড়িতে মৃত হানিফ মৌলভী ছেলে মোক্তার গাজি (৪০) তার শ্বশুর বাড়িতে কীটনাশক (বিষ) খেয়ে গুরুতর আহত হলে বাড়ির লোকজন ২/৩ ঘন্টা যাবত বাঁচানোর চেষ্টা করলে রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালে চিকিৎসকরা প্রাথমিকভাবে বিষ ভেতর থেকে বের করলেও রোগীর অবস্থা গুরুতর দেখে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

ততক্ষণে মোক্তার গাজী না ফেরার দেশে চলে যান। ঘটনার সংবাদ পেয়ে হাইমচর থানার পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
এ ব্যাপারের হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লা চাঁদপুর টাইমসকে জানান, ‘বিষাক্ত ওষুধ খেয়ে মোক্তার গাজীর মারা যায়। ময়নাতদন্তের পরে বুঝা যাবে মত্যু কি কারণে হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে।
বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

: আপডেট ১০:৩০পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ