Home / উপজেলা সংবাদ / হাইমচরে স্কুল শিক্ষিকার ওপর লম্পট স্বামীর হামলা
হাইমচরে স্কুল শিক্ষিকার ওপর লম্পট স্বামীর হামলা

হাইমচরে স্কুল শিক্ষিকার ওপর লম্পট স্বামীর হামলা

চাঁদপুরের হাইমচর উপজেলায় লম্পট স্বামী মাসুদ করিম কর্তৃক ৪৬ নং চরভৈরবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিনা মমতাজকে স্কুলে যাওয়া পথে অতর্কিত হামলা চালিয়ে আহত করে। আহত শিক্ষিকাকে স্থানীয় এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করানো হয়।

তাৎক্ষণিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার হামলার প্রতিবাদে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাইমচর উপজেলা শাখার পক্ষে প্রতিবাদ সভা ও উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদ চেয়ারম্যার বরাবর স্মারক লিপি প্রদান করেন।

বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে হাইমচর উপজেলার চরভৈরবীর আমতলীতে হাসিনা মমতাজ স্কুলে যাওয়ার পথে তার স্বামী মাসুদ করিম পূর্বের পরিকল্পিত ভাবে শিক্ষিকার উপর হামলা চালায়। এতে শিক্ষিকা গুরুতর আহত হয়।

জানা যায়, হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের গরম বাজার এলাকার মাসুদ করিমের সাথে আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাংগা গ্রামের আলী আহম্দ হাওলাদারে পালিত মেয়ের হাসিনা মমতাজের বিবাহ হয়। দীর্ঘদিন ধরে তাদের স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হয়ে আসছে। তাদের সাথে পারিবারিভাবে বহুবার দরবার সালিশী হলেও কোন মিল হয়নি। হাসিনা মমতাজের স্বামী এ জের ধরে তাকে বহুবার তাকে মারধর করে।

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আবু জাফর ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসনের নেতৃত্বে দুস্কৃতিকারীর শাস্তির দাবিতে স্মারকলিপি পেশ করেন। এনিয়ে হাইমচর থানায় মামলার প্রস্তুতি চলছে ।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৬:৩৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার

এমআরআর