Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে লেখাপড়ার গুরুত্ব বিষয়ক আলাচনা সভা
হাইমচরে লেখাপড়ার গুরুত্ব বিষয়ক আলাচনা সভা

হাইমচরে লেখাপড়ার গুরুত্ব বিষয়ক আলাচনা সভা

‘এসো সবাই মিলে বই পড়ি, আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত জীবন গড়ি’ এ শ্লোগানে চাঁদপুরের হাইমচর উপজেলা সেকায়েপের আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) লেখাপড়ার গুরুত্ব বিষয়ক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ দাস দেওয়ানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. শাহ এমরান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক সেকায়েপ ও অতিরিক্ত সচিব ড. মো.মাহমুদ-উল- হক, বিশেষ অতিথি কো-টিম লিডার পাঠ্যভ্যাস উন্নয়ন কর্মসুচি উপ সচিব শরীফ মোঃ মাসুদ, জেলা শিক্ষা অফিসার মোঃ শফি উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ান, সদর উপজেলা শিক্ষা অফিসার একেএম সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

হাইমচরে লেখাপড়ার গুরুত্ব বিষয়ক আলাচনা সভা

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর

Leave a Reply