Home / উপজেলা সংবাদ / হাইমচর / ক্রিকেটের মতো ফুটবলেও বাংলাদেশ বিশ্ব কাঁপাবে : সুজিত রায় নন্দী
Sujit Nondi
সুজিত রায় নন্দী (ফাইল ছবি)

ক্রিকেটের মতো ফুটবলেও বাংলাদেশ বিশ্ব কাঁপাবে : সুজিত রায় নন্দী

চাঁদপুর শহরের পুরাণবাজারে বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মিজি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পুরাণবাজার মধূসুধন উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমূখর ও আনন্দঘন আয়োজনের মধ্যদিয়েস খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের এান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখি-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। সেখানে ক্ষুদা, দারিদ্রতা, সন্ত্রাস, জঙ্গিবাদের ঠাঁই হবে না। আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সেই স্বপ্ন্ বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য অনেক সমৃদ্ধ। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুও একজন ক্রিড়াপ্রেমী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ফুটবল খেলা অনেক পছন্দ করতেন। একজন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মিজির নামে যারা এই ফুটবল টুর্নামেন্টর আয়োজন করেছে আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা বিশ্বাস করি এই ধরনের আয়োজন থেকেই একদিন জাতীয় মানের অনেক প্রতিভাবান খেলোয়ার বেরিয়ে আসবে। তখন ক্রিকেটের মতো ফুটবলেও বাংলাদেশ বিশ্ব কাঁপাবে।

পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মিজির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়র আঃ রব ভুইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম মিয়াজি, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জসীম উদ্দিন মিঠু, সাজেলা ছাত্রলীগের সাবকে সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, কৃষি বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ নেতা

জাহাঙ্গীর ভুইয়া, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন, পুরাণবাজার ফঁড়ি পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ, উপ-পরিদশক মো. জাহাঙ্গির হোসেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক নেতা অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী,

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছলাম গাজী, সাধারণ সম্পাদক মো. মানিক মাঝি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজল প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক কামাল ঢালী, ভাই ভাই স্পোটিয় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান খান, বালিয়া ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়াজী,

সদর উপজেল স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক তিমির নাহা, ছাত্রলীগের রাসেল মিয়াজী, সদর থানা ছাত্রলীগের নেতা মাসুদুর রহমান পরাণ, কলেজ ছাত্রলীগ নেতা সজল খান, উজ্জল, ১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক কাঞ্চন লস্কার,

প্রচার সম্পাদক রমজান মিজি, পৌর তাঁতী লীগের সভাপতি আলমগীল শেখ, সদর থানা তাঁতী লীগের আল-আমিন বেপারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফাইনাল খেলায় নাইন বুলেট একাদশ ২-১ গোলে চ্যাম্পিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রতেবদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ০০ পিএম, ১৪ আগস্ট, ২০১৮
ডিএইচ

Leave a Reply