Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে মা’ ইলিশ রক্ষা কার্যক্রম উদ্বুদ্ধকরণ সভা
হাইমচরে মা’ ইলিশ রক্ষা কার্যক্রম উদ্বুদ্ধকরণ সভা

হাইমচরে মা’ ইলিশ রক্ষা কার্যক্রম উদ্বুদ্ধকরণ সভা

চাঁদপুরের হাইমচর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মা’ ইলিশ রক্ষা কার্যক্রম উদ্বুদ্ধকরন সভা বুধবার (৫ অক্টোবর) বিকেল আলগী দক্ষিন ইউনিয়নের তেলির মোড়, দক্ষিন ইউনিয়ন ও গাজিপুর ইউনিয়নে অনষ্ঠিত হয়।

এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী জেলেদের উদ্দেশ্যে বলেন, ‘কোনো রাজনৈতিক নেতার আশ্রয়ে পশ্রয়ে নদীতে মা’ ইলিশ নিধনের জন্য নামবেন না। নদীতে নেমে ধরা পড়ে বিকাশের মাধ্যমে টাকা দিয়েও কোন লাভ হবে না। শাস্তি আপনাকে পেতেই হবে। আপনাদের বুঝতে হবে ইলিশ মাছ আপনার আমার এবং জাতির সম্পদ। এ নদী জাল মাছ আপনাদের। মা’ ইলিশ রক্ষা পেলে সুফল আপনারা পাবেন। কাজেই আগামী ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত মা’ ইলিশ নিধন না করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

আলগী দক্ষিন ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, নৌ পুলিশের সহকারি পুলিশ সুপার ফারুক আহমেদ ভূইয়া, গাজিপুর ইউপি চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন গাজি, হাইমচর কোস্টগার্ড ইনচার্জ মো. মোজাম্মেল হক, ওযার্ল্ড ফিসিং অর্গানাইজেশন এর গবেষণা কর্মকর্তা কিংকর সাহ, হাইমচর থানা এস আই মো. নুর মিয়া, হাইমচর প্রেসক্লাব সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধার শিক্ষক মো. মোশারফ হোসনে, হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির আহমেদ, মৎস্য আড়তদার মো. হুমায়ুন কবির বাবুল পেদা, ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান শেখ, জেলে প্রতিনিধি মোঃ মানিক দেওয়ান, সাবেক ইউপি সদস্য আবুল বাশার বাসু মাঝি প্রমুখ নেতৃবৃন্দ।

: আপডেট, বাংলাদেশ সময় ০৯:১০ পিএম, ০৫ অক্টোবর ২০১৬, বুধবার
ডিএইচ

হাইমচরে মা’ ইলিশ রক্ষা কার্যক্রম উদ্বুদ্ধকরণ সভা

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর

Leave a Reply