Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
বঙ্গবন্ধু

হাইমচরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁদপুরের হাইমচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।

১২ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় হাইমচর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুনর্নামেন্ট উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার তৃনমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্য বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করেছে। বক্তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আয়োজন করেছে যা প্রশংসার দাবিদার। কারণ মাদক মুক্ত যুব সমাজ গঠনে খেলাধুলাই গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজি, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ টিম ১নং গাজিপুর ইউনিয়ন পরিষদ টিমকে ১-০ গোলে হারিয়ে বিজয় লাভ করেন।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ১২ মে ২০২২