চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় সামাজিক উন্নয়ন বেসরকারি প্রতিষ্ঠান হাইমচর প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লিমিটেড ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মার্চ) হাইমচর প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লিমিটেড বার্ষিক সাধারণ সভায় সমিতির সভাপতি কাজল রানীর সভাপতিত্বে ও ভুমিহীন সংগঠনের সভানেত্রী সাথী আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এখন ঘরে ঘরে প্রতিভাবান মানুষ তৈরি হচ্ছে। আজ এই সমিতির কারনে প্রতিটি নারী সদস্য আজ স্বাবলম্বী হয়েছে। সমিতির আর্থিক সহযোগিতা নিয়ে ছেলেদের বিদেশ পাঠিয়ে সংসারে শান্তি ফিরিয়ে এনেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর সরকারী মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল, হাইমচর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজ আহম্মদ, হাইমচর প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সমিতির সাবেক সভাপতি নেছার আহমেদ, হাইমচর প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সুবিধাভোগী সদস্যদের বক্তব্য রাখেন পারভিন বেগম।সভায় বাজেট উপস্থাপন করেন সমিতির পরিচালক মোঃ রাসেল শিকদার।
হাইমচর প্রতিনিধি, ৩ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur