প্রতিবন্ধীরাই কর্মদক্ষতার মাধ্যমেই নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে : উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার প্রতিবন্ধী কল্যাণ সংঘের উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবক উপজেলা আ’লীগের সদস্য আলহাজ্ব তাজুল ইসলাম বেপারীর সহযোগীতায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়; তারা আমাদের সন্তান। তাদের সেবা করতে পারলে নিজেদের কাছে আত্মতৃপ্তি পাওয়া যায়। মানুষ মানুষের জন্যে, তাই প্রতিবন্ধীদের সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান রইলো। সকলের একটু সহযোগিতা থাকলে প্রতিবন্ধীরা কর্মদক্ষতার মাধ্যমেই নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। সমাজের সকল বিত্তশালীরা তাজুল বেপারীর মত এগিয়ে আসলে কোনো প্রতিবন্ধীরই অসহায়ত্ব থাকবে না।
১১ ফেব্রুয়ারি বিকেলে প্রতিবন্ধী কল্যাণ কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রতিবন্ধী কল্যাণ সংঘের উপদেষ্টা মো. তাজুল ইসলাম বেপারীর সভাপতিত্বে ও উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংঘের সভাপতি মো. সোবহান ভূঁইয়ার পরিচালনায় উপরোক্ত কথাগুলো বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু সন্তোষ মজুমদার, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মোঃ মুনচুর পাটওয়ারী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অজয় মজুমদার, প্রতিবন্ধী কল্যাণ সংঘের সহ-সভাপতি মানিক ভূঁইয়া, প্রতিবন্ধী কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক সুজন গোলদার, মহিলা সম্পাদিকা শিখা রাণী, রুহুল আমিন মৈশালসহ প্রতিবন্ধী কল্যাণ সংঘের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংঘের ১৫০ জন প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৭:১৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর