Home / উপজেলা সংবাদ / হাইমচরে পুলিশের আসামি ছিনতাই ও সরকারি কাজে বাধা প্রদান, গ্রেফতার ১২
পুলিশের আসামি

হাইমচরে পুলিশের আসামি ছিনতাই ও সরকারি কাজে বাধা প্রদান, গ্রেফতার ১২

চাঁদপুরের হাইমচরে পুলিশের গাড়ী পোড়া মামলার আসামী ফারুক মাঝিকে পুলিশের হ্যান্ডকাফ সহ ছিনিয়ে নেয়া এবং সরকারি কাজে বাধা প্রদান মামলায় ৬ জন, সন্দেহজনক ৬জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে হাইমচর থানা পুলিশ জানিয়েছেন অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে পুলিশের উপর হামলা, আসামী ছিনিয়ে নেয়া ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পলাতক ফারুক মাঝি, মান্নান আখন, শপিক আখনসহ ১২ জন আটক করা হয়েছে।

পুলিশের উপর হামলা, আসামী ছিনতাই, সরকারি কাজে বাধা প্রদান করায় এজাহারকৃত মামলায় (মামলা নং- ২, তারিখ ৩/৩/২২) ৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অভিযানে আটক আরো ৬ জনকে সন্দেহ জনক হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে, তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে হাইমচর থানা পুলিশ এর নিয়মিত অভিযানে উপজেলার আলগী উত্তর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডে অভিযান কালে স্থানীয় একটি সালিশি বৈঠক হতে ফারুক মাঝিকে আটক করলে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। এসময় ঘটনায় ঘটনাস্থল থেকেনাজমুল নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশের হাতে আটক হ্যান্ডকাফ পরা আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। ঘটনার পর থেকে পুলিশের সাড়াশি অভিযানে রাত ৯ টায় তাকে আটক করে পুলিশ।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ৪ মার্চ ২০২২