Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে নারী নির্যাতন বিরোধী কর্মসূচিতে র‌্যালি
rally

হাইমচরে নারী নির্যাতন বিরোধী কর্মসূচিতে র‌্যালি

নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে চাঁদপুর জেলা হাইমচর উপজেলায় নারী নির্যাতন বিরোধী কর্মসুচি(অরেঞ্জ ক্যাম্পেইন) উপলক্ষে বুধবার(৪ ডিসেম্বর) র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

নারী নির্যাতন বিরোধী কর্মসুচির শুরুতে উপজেলার আলগী বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র‌্যালিটি উপজেলা হল শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে অতিঃ জেলা প্রশাসক ও উপসচিব মোঃ শওকত ওসমান বলেন,নিজেকে সবার আগে প্রতিবাদী হতে হবে তা না হলে সমাজে নারী নির্যাতন বন্ধ হবে না। এ আলোকিত সামাজ যেখানে নারী ও শিশু নির্যাতন থাকবে না। উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন মেধাবী মা।

অন্যন্যে মধ্যে বক্তব্য রাখে ইএএলজি জেলা কো-অডিনেটর মোঃ মামুন,হাইমচর থানা অফিসার তদন্ত সুজন বড়ুয়া, হাইমচর সরকারী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মানোয়ার মোল্লা। আলোচনা শেষে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।

প্রতিবেদক:মোঃ ইসমাইল