Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে দেড় লাখ মি. জালসহ ৫০ কেজি ইলিশ জব্দ
ইলিশ জব্দ, ইলিশ জব্দ

হাইমচরে দেড় লাখ মি. জালসহ ৫০ কেজি ইলিশ জব্দ

চাঁদপুর হাইমচরে মা ইলিশ রক্ষা কার্যক্রমের মেঘনা নদীতে কোষ্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে দেড় লক্ষ মিটার জাল, ৫০ কেজি ইলিশ জব্দ করে।

অভিযানের অংশ নেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় উপ সচিব এএন নাজিম উদ্দিন।

২৪ অক্টোবর, শনিবার হাইমচর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযান হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের নির্দেশনায় কোস্টগার্ডের পেটি অফিসার ইমদাদুল হকের নেতৃত্বে ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন,উপজেলা সহকারী ভূমি কমিশনার রিগ্যান চাকমা,উপজেলা সিনিঃ সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। আটককৃত মাছ হাইমচর উপজেলার অসহায়দের মাঝে বিতরণ করা হয়। জাল উপজেলা কাটাখালী ঘাটে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

প্রতিবেদক:মো.ইসমাঈল,২৪ অক্টোবর ২০২০