Home / উপজেলা সংবাদ / হাইমচরে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন
হাইমচরে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন

হাইমচরে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন

বিএম ইসমাইল | আপডেট: ০৭:৩৯ অপরাহ্ণ, ০৮ সেপ্টেম্বর ২০১৫, বুধবার

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পরিষদ কর্তৃক আয়োজিত ডিজিটাল মেলা, সাক্ষরতা দিবস ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, “বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আজ এই মেলার মাধ্যমেই পূরণ হতে যাচ্ছে। যে দেশ তথ্যপ্রযুক্তি পিছিয়ে সে দেশ অন্ধকার জগতে পড়ে আছে। তথ্য প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর।”

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ আয়োজিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে উপজেলা কৃষিবিদ মো. জামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার খাজা মাঈনুদ্দীন-এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম কবির, উপজেলা শিক্ষা অফিসার রাফেজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ, হাইমচর ডিগ্রি কলেজ প্রভাষক মোঃ শহিদুল্লাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিকদার, নীলকমল ওচসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুন খান, উপজেলা পরিষদের টেকনেশিয়ান মো. তাজুল ইসলাম প্রমুখ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫