Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে দুই জেলেকে অর্থদণ্ড
জেলেকে

হাইমচরে দুই জেলেকে অর্থদণ্ড

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরায় দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নৌকাসহ মাছ শিকারের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে মো. উজ্জ্বল মিয়া (৩০) ও একই গ্রামের মো. বাছের মিয়ার ছেলে মো. আসাদ মিয়া (২৫)।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ বলেন, রাতে এ দুই জেলে ব্যাটারিচালিত সরঞ্জামাদি ব্যবহার করে ইলেকট্রিক শকে মাছ শিকার করেন। সংবাদ পেয়ে নৌ-পুলিশসহ আমরা চরভৈরবী লঞ্চঘাট এলাকা থেকে সকাল ৮টায় তাদের আটক করি। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

এসময় নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন, চরভৈরবী ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট, ২২ জানুয়ারি ২০২৪