চাঁদপুর হাইমচর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়নে যুব মহিলাদের দক্ষতাবৃদ্ধি মুলক ৬ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্ভোধন করেন চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ শামছুজ্জামান।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইমচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়নে যুব মহিলাদের দক্ষতাবৃদ্ধি মুলক ৬ দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্ভোধন অনুষ্ঠানে আলোচনায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজহার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ফিল্ড অফিসার মোঃ শাহাজালাল মজুমদারের পরিচালনায় প্রধান
অতিথির বক্তবে উপ-পরিচালক মোঃ শামছুজ্জামান বলেন, প্রশিক্ষন শুধু জ্ঞান অর্জনের নয় দক্ষ হয়ে জীবন গড়া।
মানসম্মত প্রশিক্ষন দিয়ে আমাদের সমাজে যুব মহিলারা তাদের সাংসারিক জীবন থেকে আতœকর্মসংস্থান সহ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা সুদীর বশাক, হাইমচর প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইসমাইল, প্রশিক্ষীত যুবক মোঃ ইমান হোসেন, মোঃ রফিক প্রমূখ।
প্রতিবেদক:মোঃ ইসমাইল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur