Home / উপজেলা সংবাদ / হাইমচরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী
হাইমচরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী

হাইমচরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী

বিএম ইসমাইল | আপডেট: ০৯:২৫ অপরাহ্ণ, ০৯ সেপ্টেম্বর ২০১৫, বুধবার

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় প্রশাসন কর্তৃক আয়োজিত দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ লুৎফর রহমান বলেন, “গ্রামের মানুষের জীবনমানের উন্নয়নে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলেয়ে প্রতিটি নাগরিককে তথা দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে তথ্য প্রযুক্তি পৌঁছে দেওয়ার যে মহৎ উদ্যোগ হাতে নিয়েছে এটা তারই একটি অংশ বিশেষ। মেলার মাধ্যমে বিদ্যালয় ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা খুব সহজেই আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হতে পারে এবং এ থেকে আহরিক জ্ঞান ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার পেছনে ভালো ভূমিকা রেখে চলেছে আর এভাবেই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।”

বুধবার ৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় উপজেলা অডিটেরিয়ামে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী আশরাফ করিম (ভারপ্রাপ্ত) এর সভাপ্রধানে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার খাজা মাইনুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ জামাল হোসেন, হাইমচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম বাশার, কম্পিউটার প্রোগ্রামার হারুর অর-রশিদ প্রমুখ।

আলোচনাশেষে অংশগ্রহণকারী ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদসহ পুরস্কার বিতরণ করা হয়।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫