“নারী পুরুষ নির্বিশেষ, সামাজ সেবায় গড়বো দেশ” এ শ্লোগাকে ধারণ করে হাইমচর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২ জানুয়ারি) জাতীয় সমাজ সেবা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ দিন সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা সদর আলগীবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়মে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার ফেরদাউস আকতারের সভাপতিত্বে ও সামাজসেবা অফিস সহকারী মো. শাহেব আলির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাস্টার, ডেপুটি কমিন্ডার মো. হাফিজ আহমেদ মাস্টার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ নজুরুল ইসলাম।
এসময় উপজেলার সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারিবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক :বিএম ইসমাইল, হাইমচর
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৫৫ পিএম, ০২ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
এইউ