Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
হাজীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

হাজীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষাপেলো স্কুলছাত্রী। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে বিয়ের আসর থেকে বাল্য বিবাহ বন্ধ করে দেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ।

জানা যায়, উপজেলার কাকৈরতলা কাজী বাড়ির জালাল আহমেদের মেয়ে জগন্নাতপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর সাথে একই উপজেলার হাট্টিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের আবু তাহেরের ছেলে ওমর ফারুকের বিয়ের প্রস্ততি সম্পন্ন হওয়ার কথা।

এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।

এ সময় ১৮ বছর পূর্ণ হতে এক বছর চার মাস বাকী আছে দেখে মেয়ের পরিবারের কাছ থেকে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৪০ পিএম, ০২ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
এইউ