হাইমচরে ‘ গ্রন্থাগারের বই পড়ি আলোকিত জীবন গড়ি ’ এ প্রতিপাদ্যের মধ্য দিয়ে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাইমচর উপজেলা পরিষদ হলরুমে জেলা এনজিও ফেডারেশনের সভাপতি রেজ্জাকুল হায়দার খোকনের সভাপতিত্বে ও মোল্লাকান্দি সমাজকল্যাণ পরিষদের কো-অডিনেটর বশির মোল্যার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্যা, মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক এম এ মান্নান, ইকরা পাঠাগারের সহ-সভাপতি সর্দার মাহবুবুর রহমান, চরভৈরবী আজিজুল হাওলাদার স্মৃতি গ্রন্থাগারের সভাপতি আক্তারজ্জামান হাওলাদার ও চরভৈরবী সমাজ কল্যাণ যুব সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক বজুলুর রহমান ভূঁইয়া প্রমুখ।
প্রতিবেদক : মো.ইসমাইল
৫ ফেব্রুয়ারি ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur