চাঁদপুর হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধে রফিক সর্দারের ক্রয়কৃত জমির ফলজ গাছ জোরপূর্বক দখলের করতে গিয়ে পাশের বাড়ি গিয়াস উদ্দিন বেপারী ছেলে সেলিম বেপারী ও শামিম বেপারী বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগে হাইমচর থানা একটি অভিযোগ দায়ের করেছেন।
১৪ অক্টোবর, বুধবার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের দক্ষিন চরভৈরবী গ্রামে এ ঘটনার সংবাদ পাওয়া যায়।
অভিযোগ সুত্রে জানা যায়, রফিক সর্দারের সাথে তাদের পাশের বাড়ির গিয়াস উদ্দিন বেপারীর সাথে পূর্ব থেকে বিরোধ চলছে। অভিযোগ সুত্রে আরো জানাযায় গিয়াস উদ্দিন বেপারী দীর্ঘদিন ধরে বাদীনির জমির উপর দিয়ে চলাচলের রাস্তা দেওয়ার জন্য জোর পূর্বক পেশী শক্তি চালিয়ে যাচ্ছে। তাদের ফলজ গাছ কাটিয়ে গিয়াস উদ্দিন বেপারী বাড়ি পথ না দেওয়া তাদের লোকজন নিয়ে মারধোর ও গাল মন্দ করে। তাদেরকে চলাচলে রাস্তা না দেওয়ার রফিক সর্দারের ফল গাছ কেটে ফেলে এবং তাদের কে ভয়ভীতি প্রদর্শন করে। এই নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে রফিক সর্দার জানান আমি এক নিরিহ মানুষ। আমার কোন পেশী শক্তি নাই । আমার জমিতে গাছ লাগিয়েছি সে গাছ তারা কেটে ফেলে দিয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে এ সুবিচার চাই।
প্রতিবেদক:মো.ইসমাঈল,১৪ অক্টোবর ২০২০