হাইমচর উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, মেম্বার পদে ১৫৫জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩১ মার্চ ইউপি নির্বাচনে হাইমচর উপজেলার ৬ ইউনিয়নে আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও সতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়। প্রতীক বরাদ্ধ উপলক্ষে উপজেলা ৬ ইউনিয়ন চেয়ারম্যান, ৫৪ মেম্বার ও ১৮ সংরক্ষিত সদস্য পদে প্রার্থীরা কর্মী সমর্থক নিয়ে প্রতীক বরাদ্ধ নিতে আসেন। যদিও নির্বাচন আচরণবিধি অনুযায়ী সভা সমাবেশ শোডাউন নিষিদ্ধ থাকলেও প্রার্থীদের কর্মী, সমর্থকদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ হয়ে উঠে নির্বাচনী পরিবেশ। ভোটারদের মন জয়ে প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় উপজেলার সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া।
প্রতীক বরাদ্ধ পেয়েছেন বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন ১নং গাজিপুর ইউনিয়নে ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজি,২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আ’লীগ নেতা মনির আহমেদ দুলাল পাটওয়ারী, ৩নং আলগী দক্ষিন ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সহ সভাপতি এমএ বাশার, ৪নং নীলকমল ইউনিয়নে ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন আহাম্মেদ সরদার, ৫নং হাইমচর ইউনিয়নে উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সরকার ও ৬নং চরভৈরবী ইউনিয়নে ইউনিয়ন আ’লীগ সভাপতি আহমদ আলি মাস্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীক পেয়েছেন ১নং গাজিপুর ইউনিয়নে উপজেলা বিএনপি সদস্য মোঃ ইসমাইল হোসেন গাজি, ২নং আলগী উত্তর ইউনিয়নে উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শিহাবী, ৩নং আলগী দক্ষিন ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য সরদার মোঃ জলিল মাষ্টার, ৪নং নীলকমল ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য হাজী ইয়াসিন রতন, ৫নং হাইমচর ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব ইসহাক খোকন ও ৬নং চরভৈরবী ইউনিয়নে ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম বিপ্লব বেপারী।
জাতীয় পার্টি মনোনীত ২নং আলগী উত্তর ইউনিয়নে উপজেলা যুবসংহতি সাধারন সম্পাদক খাজা আহমেদ মিজি, ৪নং নীলকমল ইউনিয়নে ইউনিয়ন যুবসংহতি সভাপতি আবু সুফিয়ানকে নাঙ্গল প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীদের হাতপাখা প্রতীকে ২নং আলগী উত্তর ইউনিয়নে উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা সফিউল্লা, ৩নং আলগী দক্ষিন ইউনিয়নে ইউনিয়ন ইসলামী আন্দোলন নেতা আঃরব খান, ৪নং নীলকমলে ইসলামী আন্দোলন নেতা মোঃ রায়হান উদ্দিন পেদা, ৫নং হাইমচর ইউনিয়নে ইসলামী আন্দোলন নেতা সুলতান গোলদারকে হাত পাখা প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
এ ছাড়াও ১নং গাজি পুর ইউনিয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান পেদার বড় ভাই ইউনিয়ন আ’লীগ আহ্বায়ক(স্বঘোষিত) বিদ্রহী প্রার্থী সফিউল্লাহ মন্টু পেদা আনারশ, ২নং আলগী উত্তর ইউনিয়নে ইউনিয়ন আ’লীগ সভাপতি বিদ্রোহী প্রার্থী মোঃ মোতালেব ভ’ইয়া আনারশ, ৩নং আলগী দক্ষিন ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ পাটওয়ারীকে আনারশ, ৬নং চরভৈরবী ইউনিয়নে উপজেলা আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক বিদ্রোহী প্রার্থী মোস্তফিজুর রহমান চোকদারসহ সকল ইউনিয়নের বিদ্রোহী/ স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
৬ ইউনিয়নে ৫৪ ওয়ার্ডে মেম্বার পদে ১৫৫জন ও মহিলা সদস্য পদে ৫৮জনকে বিভিন্ন প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
||আপডেট: ০৮:৩৯ অপরাহ্ন, ১৪ মার্চ ২০১৬, সোমবার
এমআরআর