চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামে চাঁদার দাবিতে কতিথ প্রেমিক শুক্কুর ও তার সহযোগী আল আমিন, মমিন ছৈয়াল ও জয়নাল ঢাকার সুমা আক্তার চাঁদনি ও তার ভাইকে অপহরণ করে।
এ চাঞ্চল্যকর মামলার আসামী জয়নালকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। এ নিয়ে পুলিশ ৩ আসামীকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা যায় কথিত প্রেমিক শুক্কুর গত ৫ ফেব্রুয়ারি ঢাকা হতে মিথ্যে বিয়ের দাওয়াত দিয়ে চাঁদনি ও তার ভাইকে হাইমচরের গন্ডামারা গ্রামে এনে শুক্কুরের সহযোগী জয়নালের ঘরে এনে আটকিয়ে রাখে। পুলিশ ভাই বোনকে উদ্ধার করে। এ নিয়ে সুমা আক্তার চাঁদনি বাদী হয়ে হাইমচর থানায় মামলা করলে গা ঢাকা দেন জয়নাল।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে হাইমচর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন ইউনিয়ন পরিষদ এলাকা হতে তাকে আটক করেন।
বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট
: আপডেট ০৫:৩০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur