বিএম ইসমাইল, হাইমচর (চাঁদপুর) | আপডেট: ০৭:৫২ অপরাহ্ণ, ০৩ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার
হাইমচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা হাইমচর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা ও আলোচনা সভায় চাঁদপুর জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক সামছুজ্জামান সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার তারিক মাহমুদ হোসেনর পরিচালানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল, উপজেলা কৃষি অফিসার মোঃ জামাল হোসেন, মোঃ ইসমাইল প্রমুখ।
উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা আলোচনায় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আমাদের কেউ না কেউ নতুন কোনো কিছুর উদ্ভাবন করতে হবে। হাইমচরে মানুষের ভাগ্য পরির্বতনের জন্য এ কর্মশালা একান্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সুপরামর্শে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবে।
আলোচনা শেষে গ্রুপভিক্তিক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur