Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরের আলোচিত কবিরাজ বাহিনীকে গণধোলাই
হাইমচরের আলোচিত কবিরাজ বাহিনীকে গণধোলাই
ফাইল ছবি

হাইমচরের আলোচিত কবিরাজ বাহিনীকে গণধোলাই

চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকার (হাইমচর-সদর) বাংলাবাজারের আলোচিত কবিরাজ বাহিনী নয়ানী গ্রামের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবী করায় এলাকাবাসীর হাতে গণধোলাই খেয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনাটি হাইমচরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় হাইমচর থানায় একটি চাঁদাবাজি মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার বিবরণে জানা যায়, ‘গত ১৮ আগস্ট নয়ানী চৌরাস্তা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে।

ব্যবসায়ীরা তা দিতে অস্বীকার করলে বাহিনীর প্রধান কেএম ফরিদ, মহন, বাবলা, রাসেল হাবিব মাস্টারের ছেলে ফরিদ, মানু, সিমু সহ ফরিদ বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে নয়ানী চৌরাস্তাসহ নয়ানী গ্রামে হামলা ও লুটপাট করার চেষ্টা করে।

পরে মসজিদে থাকা মুসল্লী, ব্যবসায়ী এবং এলাকাবাসী একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া করে এবং গণধোলাই দেয়।

জনতার গনধোলাই খেয়ে এক পর্যায়ে আলোচিত কবিরাজ বাহিনী পরনের কাপড় চোপড় ফেলে রেখে এলাকা থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে নাম বলতে অনিচ্ছুক নয়ানী গ্রামের ক’জন জানান ‘এ কবিরাজ বাহিনী দীর্ঘদিন থেকে বাংলাবাজার, ঢেলের বাজার, কাটাখালি, গাজির বাজার ও চৌধুরি বাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদার দাবীকৃত টাকা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, বিয়ে বাড়িতে হামলা, দরবারের মধ্যে সন্ত্রাসী হামলা, ইভটিজিং ও খেলাধুলায় বিশৃংখলা সৃষ্টি করে নানা রকম অপকর্ম করে আসছে।

তারই ধারাবাহিকতায় নয়ানী গ্রামেও দাবীকৃত চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর লুটপাট ও হামলা চালানোর চেষ্টা চালায়।

সামান্য ইস্যু নিয়ে তারা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় লুটপাট হামলা ও অগ্নি সংযোগের মত ঘটনা ঘটিয়েছে।

তাদের বিরুদ্ধে হাইমচর ও চাঁদপুর সদরে একাধিক মামলা রয়েছে।

নয়ানী বাসী সতর্ক থাকায় গনধোলাই খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কবিরাজদের সন্ত্রাসী বাহিনী।

প্রত্যেক এলাকায় এভাবে প্রতিরোধ গড়ে তুললে কবিরাজ বাহিনী শুধু এলাকাছাড়া নয় পুরো চাঁদপুর থেকেই বিতাড়িত হবে।

প্রসঙ্গত, কিছুদিন পূর্বে ঢেলের বাজার খেলাকে কেন্দ্র করে ঢেলের বাজার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, কর্মরত সাংবাদিকদের উপর হামলা চালিয়ে সাংবাদিকসহ ৭ ব্যবসায়ীকে গুরুতর আহত করে।

এছাড়া ও গাজির বাজার, কাটাখালি বাজার সহ বিভিন্ন বাজারে ইতি পূর্বে ব্যাপক ভাংচুর করেছে। শুধু তাই নয় এ বাহিনী দরবার, খেলায় জোড় করে জিতিয়ে দেয়ার চুক্তি ও ইভটিজিংসহ সমাজে নানা প্রকার অপকর্ম করে আসছে। এদের বিরুদ্ধে হাইমচর থানায় একাধিক মামলা রয়েছে।

কবিরাজ বাহিনীর আরেকটি প্রতিবেদন- হাইমচরে দফায় দফায় হামলা : সাংবাদিকসহ আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৯:০৫ পিএম, ১৯ আগস্ট ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply