হরিপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ৩ ডিসেম্বের বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ১১টায় উপজেলা হাসপাতাল চত্ত্বর থেকে র্যালীটি বের করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি ফজল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডা. সাব্বির হোসেন, কমিউনিটি প্রোগ্রামের প্রতিনিধি বাবু কার্তিক ও সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী হাফিজুর ইসলাম প্রমুখ।
কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৫:২৪ পিএম,০৩ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur