ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ধীরগঞ্জ হাটে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়েছে বলে জানা গেছে।
হেবি ট্রেডার্সের মালিক হামিদুর জানান, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে বিদ্যুতের শট-সার্কিট হলে মূহুর্তের মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিন্তু ফায়ার স্টেশনের কর্মীবাহিনী আসার আগেই বাজারের লোকজনের সহায়তা মার্কেটের আগুন নিয়ন্ত্রণেয় আসে।
এতে ৪টি দোকান ও দোকানের পার্শ্বে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। হেবি ট্রেডার্স-এর দোকানে থাকা নগদ এক লাখ, মালামালসহ পনের লাখ, বাবুলের কাপড়ের দোকানে তিন লাখ, কৃষ্ণর হার্ডওয়ারের দোকানে ৩০ হাজার এবং আলীমুদ্দীন নামে এক ব্যক্তির একটি বসতঘর পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়খতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মালিকগণা।
অগ্নিকান্ডের খবর শুনে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট
: আপডেট ৫:৪০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur