চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তিন হাজার ৬০০ কেজি (৯০ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। রোববার (৩ মার্চ) রাতে মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে এসব চিংড়ি জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তিনি বলেন, রাত থেকে ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে হরিণা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৩ হাজার ৬০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, ক্ষেত্র সহকারী মো. মোশারফ হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
স্টাফ করেসপন্ডেট, ৩ মার্চ ২০২৪